যেভাবে আপনি ল্যাপটপের ডিসপ্লের আলো বাড়াবেন বা কমাবেন

আস-সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন।

আমরা অনেকেই ল্যাপটপ ব্যবহার করে থাকি। ল্যাপটপের বিশেষ সুবিধা যেটি তা হল চাজিং ব্যাকআপ।

আপনি হয়তো গুরত্বপূর্ণ কোন কাজ করছেন কিন্তু ল্যাপটপের রিমেনিং চার্জের পরিমাণ অল্প থাকায় ভীত হয়ে পড়েছেন। ল্যাপটপ বন্ধ হওয়ার পূর্বে হয়তো কাজটি সম্পন্ন করতে পারবেন না, অল্প কিছুক্ষন সময়ের জন্য ল্যাপটপ চালু না থাকার কারনে হয়তো এরকম টি হতে পারে।

এরকম একটি অবস্থা কিন্তু আপনি নিজেই এড়াতে পারেন শুধুমাত্র ল্যাপটপের ডিসপ্লের আলো কমিয়ে। এর ফলে রিমেনিং টাইম পূর্বের চেয়ে অনেকখানি বেড়ে যাবে।

এছাড়াও আমাদের কে বিভিন্ন কারনে ল্যাপটপের ডিসপ্লের আলো বাড়ানো বা কমনোর প্রয়োজন হয়ে থাকে। যার নিয়মটা আমরা অনেকেই জানিনা।

আমি আজ আপনাদেরকে সে বিষয়ে জানাব।





যেভাবে আপনার ডিসপ্লের আলো বাড়াবেন বা কমাবেন:-

  • ১। আপনার ল্যাপটপ টি অন করুন।
২। কিবোর্ড থেকে function অথবা "Fn" key চাপ দিয়ে ধরে রাখুন।
  • ৩। এবার keyboard থেকে up-arrow key আলো বাড়াতে এবং down-arrow key আলো কমাতে চাপুন। যদি কাজ না হয় তাহলে left-arrow key এবং right-arrow key তে চাপুন। কিছু মডেলের ক্ষেত্রে "F5" অথবা "F6" key আলো কমানোর জন্য এবং "F7" অথবা "F8" key আলো বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে।

উপরোক্ত পদ্বতি ছাড়াও আপনি সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপ অথবা ডেস্কটপের আলো বাড়াতে বা কমাতে পারবেন।
নিচে সেরকম একটি সফটওয়্যার এর লিংক দেয়া হল। ইচ্ছে হলে ডাউনলোড করে নিতে পারেন।

         adjust-laptop-brightness

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যেআপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন
           ITsolutionpage

সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
যেভাবে আপনি ল্যাপটপের ডিসপ্লের আলো বাড়াবেন বা কমাবেন যেভাবে আপনি ল্যাপটপের ডিসপ্লের আলো বাড়াবেন বা কমাবেন Reviewed by Shariful Islam on 3:19 AM Rating: 5
অনলাইনে বইয়ের সর্বাধিক সংগ্রহ নিয়ে রকমারি.কম ||ROKOMARI.COM||
Powered by Blogger.