এবার Facebook চ্যাট করুন মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে
আস্-সালামু আলাইকুম! আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমি আজ আপনাদের সাথে কিভাবে মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে Facebook চ্যাট করা যায় সে বিষয় টা শেয়ার করব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো। প্রথমে আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন। তারপর এড্রেস বার-এ গিয়ে নিচের এড্রেস টি লিথুন।
http://touch.facebook.com/buddylist
নোট: যদি আপনার ফেসবুক লগইন করা না থাকে তাহলে username and password চাইবে, আপনি সেগুলো সঠিকভাবে দিয়ে লগইন করুন।
ব্যাস! সাথে সাথে আপনি আপনার অনলাইনে থাকা ফেন্ডদের লিস্ট দেখতে পাবেন।
এই পদ্বতির বিশেষ সুবিধা টি হলো, আপনি একই ব্রাউজারে, একসাথে বন্ধুদের সাথে ফেসবুক চ্যাট করতে পারবেন। পাশাপাশি নতুন ট্যাব খুলে অন্যান্য পেজসমূহও ব্রাউজ করতে পারবেন।
কিছু প্রাসঙ্গিক কথা: যেহেতু Opera তে বাংলা সাপোর্ট করে সেহেতু আপনি চাইলে এখানে বাংলাতে ও চ্যাট করতে পারবেন। যদি আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট না করে তাহলে নিচের নিয়মাবলী অনূসরন করুন।
প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার-এ গিয়ে লিখুন opera:config তারপর Go- তে ক্লিক করুন। পেজ লোডিং হলে, পেজের একেবারে নিচের অংশে যান। তারপর “Use bitmap…” এর “No” কে “Yes” করে দিন। তারপর নিচের Save এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট করবে। তবে হ্যা! এই সিস্টেম টা শুধুমাত্র opera-7 ভার্সন অথবা তার নিচের ভার্সন গুলোর ক্ষেত্রে প্রয্যোজ্য। অবশ্য উপরের ভার্সন গুলোতে ও করা যায়। তবে সেটা একটু ব্যতিক্রমী ও দীর্ঘ প্রণালীর বিধায় এখানে উল্লেখ করতে পারলাম না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
আমি আজ আপনাদের সাথে কিভাবে মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে Facebook চ্যাট করা যায় সে বিষয় টা শেয়ার করব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো। প্রথমে আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন। তারপর এড্রেস বার-এ গিয়ে নিচের এড্রেস টি লিথুন।
http://touch.facebook.com/buddylist
নোট: যদি আপনার ফেসবুক লগইন করা না থাকে তাহলে username and password চাইবে, আপনি সেগুলো সঠিকভাবে দিয়ে লগইন করুন।
ব্যাস! সাথে সাথে আপনি আপনার অনলাইনে থাকা ফেন্ডদের লিস্ট দেখতে পাবেন।
এই পদ্বতির বিশেষ সুবিধা টি হলো, আপনি একই ব্রাউজারে, একসাথে বন্ধুদের সাথে ফেসবুক চ্যাট করতে পারবেন। পাশাপাশি নতুন ট্যাব খুলে অন্যান্য পেজসমূহও ব্রাউজ করতে পারবেন।
কিছু প্রাসঙ্গিক কথা: যেহেতু Opera তে বাংলা সাপোর্ট করে সেহেতু আপনি চাইলে এখানে বাংলাতে ও চ্যাট করতে পারবেন। যদি আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট না করে তাহলে নিচের নিয়মাবলী অনূসরন করুন।
প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার-এ গিয়ে লিখুন opera:config তারপর Go- তে ক্লিক করুন। পেজ লোডিং হলে, পেজের একেবারে নিচের অংশে যান। তারপর “Use bitmap…” এর “No” কে “Yes” করে দিন। তারপর নিচের Save এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট করবে। তবে হ্যা! এই সিস্টেম টা শুধুমাত্র opera-7 ভার্সন অথবা তার নিচের ভার্সন গুলোর ক্ষেত্রে প্রয্যোজ্য। অবশ্য উপরের ভার্সন গুলোতে ও করা যায়। তবে সেটা একটু ব্যতিক্রমী ও দীর্ঘ প্রণালীর বিধায় এখানে উল্লেখ করতে পারলাম না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
এবার Facebook চ্যাট করুন মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে
Reviewed by Shariful Islam
on
1:34 AM
Rating: