আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৪
আজকে আমরা জানব কিভাবে ব্লগসাইটে টেমপ্লেট আপলোড দেওয়া হয়।
প্রথমে নিচের লিংকটি তে ক্লিক করে টেমপ্লেট টি ডাউনলোড করে নিন।
তারপর নিচের দুটি পদ্ধতির যেকোন এক প্রদ্ধতি তে টেমপ্লেট টি আপনার ব্লগ সাইটে আপলোড করে নিন। বিশেষ করে প্রথম পদ্ধতি অনূসরণ করে টেমপ্লেট টি আপলোড করে নিন
১ম পদ্ধতি: ব্লগার ড্যাসবোর্ড থেকে Template এ ক্লিক করুন। তারপর উপরের ডানপাশ থেকে backup/restore এ ক্লিক করুন। নিম্নের ছবিটির মত দেখতে পাবেন।
তারপর সেখান থেকে browse সিলেক্ট করে আপনার কম্পিউটার থেকে টেমপ্লেটের লোকেশন দেখিয়ে দিন।
এবার upload এ ক্লিক করুন। ব্যাস আপনার নতুন টেমপ্লেট টি আপলোড হয়ে যাবে।
আপনি এর উপরের download template লিখাটিতে ক্লিক করে যেকোন সময় আপনার টেমপ্লেট এর backup রাখতে পারবেন।
২য় পদ্ধতি: এছাড়াও আপনি আপনার টেমপ্লেট টি কে অন্যভাবেও আপলোড করতে পারবেন। এটি করার জন্য আপনার টেমপ্লেট টি কে Notepad/Notepad++/Netbean ইত্যাদি দিয়ে ওপেন করুন। তারপর কিবোর্ড থেকে Ctrl এবং A একসাথে চেপে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে select all নির্বাচন করুন। পুরো লিখাটি সিলেক্ট হলে এবার আপনি পুরো লিখাটি কে copy করে নিন এবং ব্লগার ড্যাসবোর্ডে যান। সেখান থেকে টেমপ্লেট নির্বাচন করুন। তারপর Edit HTML এ ক্লিক করুন নিম্নের ছবিটির মত পেজটি দেখতে পাবেন।
এবার টেমপ্লেটের লিখাগুলোর উপরে রাইট বাটন ক্লিক করে select all নির্বাচন করুন। এবার Backspace দিয়ে লিখাগুলো মুছে ফেলুন। এবং পুনরায় রাইট বাটন ক্লিক করে paste নির্বাচন করুন। তারপর save template এ ক্লিক করুন। (যদি পূর্বের টেমপ্লেটের কোন widget যদি ডিলিট হওয়ার জন্য অনুমতি চায় তাহলে ডিলিট করে দিন)
ব্যাস আপনার টেমপ্লেট টি আপলোড হয়ে গেল। এবার উপরের view blog এ ক্লিক করে আপনার ব্লগটি দেখে আসুন।
আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৪
Reviewed by Shariful Islam
on
8:46 AM
Rating: