আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৫

আস-সালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

আজকের পর্বে আমরা কয়েকটি গুরত্বপূর্ল টুলস্ সম্পর্কে জানব। এগুলো পরবর্তী ধাপসমূহে আমদের প্রয়োজন হবে। তাই এগুলো ডাউনলোড করে নিরাপদে সেভ করে রাখা উচিত। নিম্নে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো।

১। বাংলা ফ্রন্ট:-

ওয়েব সাইটে অনেকেই বাংলা ফ্রন্ট সংক্রান্ত জটিলতায় পড়েন। তাদের প্রত্যেকের প্রতি নিচের ফ্রন্ট টি ব্যবহার করার অনুরোধ রইল। এই ফ্রন্ট-টি তে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি বাংলা লিখতে পারবেন। এটি বর্তমানে প্রায় সকল ওয়েব সাইট গুলোতে সাপোর্ট করে। আমাদের সবার-ই কমবেশী বিজয় ফ্রন্ট এর উপর ধারনা রয়েছে। এই ফ্রন্টটি পুরোপুরি বিজয় ফ্রন্টের মতই। তবে সামান্য প্রার্থক্য রয়েছে। আশা করি ব্যবহার করলেই তা শিখে নিতে পারবেন। নিচের লিংকে ক্লিক করে উক্ত ফ্রন্টটি ডাউনলোড করে নিন।


ডাউনলোড শেষে Setup ফাইলটি তে ক্লিক করে ইনস্টল করে নিন।
ইনস্টল শেষ হলে উক্ত প্র্র্রোগ্রামটি কে Taskbar এ দেখতে পাবেন। নিচের চিত্রে তা দেখানো হল।



এবার ENG লিখাটির উপর ক্লিক করলে বাংলা লিখাটি দেখা যাবে। আপনি যখন যে ভাষাতে লিখতে চান ওখান থেকে প্রতিবার সেই ভাষাটি সিলেক্ট করে নিবেন।

যারা বাংলায় লিখতে জানেন না, তারা নিচের লিংক থেকে পি.ডি.এফ ফাইলটি নামিয়ে দ্রুত কিবোর্ড থেকে বাংলা অক্ষরের অবস্থানগুলো শিখে নিন।



২। Notepad++

এটি একটি গুরত্বপূর্ন ওয়েব এপ্লিকেশন যা দ্বারা এইচ.টি.এম.এল থেকে শুরু করে যেকোন ওয়েব এপ্লিকেশনের ফাইল তৈরি ও এডিটিং করা যায়।
এটি দিয়ে মূলত আমরা আমাদের টেমপ্লেট এডিটিং এর কাজ করব।
নিচের লিংক থেকে এই সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।


ডাউনলোড শেষে সফটওয়্যার টি ইনস্টল করে নিন।

Notepad++ দিয়ে আপনার টেমপ্লেট টি এডিটিং করতে ফাইল মেন্যু থেকে Open এ ক্লিক করুন এবং টেমপ্লেটের লোকেশন দেখিয়ে দিন। টেমপ্লেট টি open হলে নির্দেশনা অনুযায়ী এডিটিং করে নিন। উল্লেখ্য যে, পরবর্তী পোষ্টসমূহে বিভিন্ন ভাবে এডিটিং করার জন্য নির্দেশনা দেওয়া হবে। উক্ত পোষ্টসমূহে যেভাবে এডিটিং করতে বলা হবে, ঠিক সেভাবেই এডিটিং করবেন।
নিচের চিত্রটির মত আমরা যদি ২টি ফাইল একসাথে নিয়ে কাজ করতে চাই তাহলে View মেন্যুতে ক্লিক করে Go to another view তে ক্লিক করতে হবে।



পূর্বের অবস্থায় ফিরে যেতে পুনরায় View মেন্যুতে ক্লিক করে Go to another view তে ক্লিক করতে হবে।
এডিটিং শেষে কিবোর্ড থেকে একসাথে Ctrl S চেপে অথবা File মেন্যু থেকে Save এ ক্লিক করে টেমপ্লেট টি সেভ করে নিন। পরবর্তীতে উক্ত টেমপ্লেট টি নিয়ম অনুসারে আপনার ব্লগ সাইটে আপলোড করে নিবেন।
তবে খেয়াল রাখবেন আপনার ব্লগের টেমপ্লেট টি যখন এডিটিং করতে যাবেন তখন উক্ত টেমপ্লেটের একটি কপি অন্যত্র সরিয়ে রাখুন। কেননা উক্ত টেমপ্লেট টি যখন এডিটিং এর কাজ করতে যাবেন তখন ভুলবশত বিভিন্ন মিসটেক হতে পারে। ফলে টেসপ্লেট টি ব্লগ সাইটে সাপোর্ট নাও নিতে পারে। তখন যদি এর একটি কপি আপনার কাছে না থাকে তাহলে সমস্যায় পরতে পারেন। সুতরাং সর্বশেষ টেমপ্লেট এর একটি কপি আলাদা স্থানে সেভ করে রাখুন।
এভাবে প্রতিবার সর্বশেষ আপলোড কৃত টেমপ্লেটের এডিটিং করে আপনার ব্লগ সাইট কে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পারবেন।


৩। ইমেজ ক্যাপচার:-

ব্লগের পোষ্টে গুরত্বপূর্ণ অংশকে দেখানোর জন্য আপনার ইচ্ছেমত স্থান থেকে এর দ্বারা ইমেজ তুলে নিতে পারবেন। এটি এমন একটি সফটওয়্যার যা একটি নির্দিষ্ট অংশকে ইমেজে রুপান্তরিত করা যায়। এই সফটওয়্যার টি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।



৪। কালার পিক্সেল:-

এটি একটি গুরত্বপূর্ল সফটওয়্যার। ওয়েবসাইটে আমাদের পছন্দের যেকোন কালার দেওয়ার ক্ষেত্রে এই সফটওয়্যার এর ব্যবহার হয়ে থাকে। এটি যেকোন কালারের মান সংখ্যায় প্রকাশ করে। উক্ত সংখ্যা যখন আমরা আমদের ওয়েবসাইটে ব্যবহার করব, তখন ঐ কালার টি আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাব।
নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।


সফটওয়্যারটির ব্যবহারের নিয়ম- সফটওয়্যারটি আপনার পিসিতে run করান। নিচের চিত্রটির মত দেখতে পাবেন।



এবার আপনার পছন্দের কালারের ওপর মাউসের পয়েন্টার রেখে কিবোর্ড থেকে spacebar প্রেস করুন। তারপর Color px এর স্কিনে উক্ত কালার টি ব্লক হয়ে যাবে। তার পাশে একটি বন্ধ তালা দেখা যাবে।
এবার আপনি এর বাম পাশ থেকে মাউসের সাহায্যে Hex এর সাথে # চিহ্নটির পরের অক্ষরগুলোর উপর রাইট বাটন দ্বারা ডাবল ক্লিক করুন। নিচের চিত্রটির সাহায্যে এই স্থান টি কে দেখানো হলো।



এই স্থানটি তে ডাবল ক্লিক করার সাথে সাথে কালার এর কোড টুকু অটোমেটিক ভাবে copy হয়ে যাবে। তারপর আপনি ঐ কালার টুকু যেখানে বসাতে চান সেখানে গিয়ে উক্ত কোড টুকু paste করুন। ব্যাস কোড টুকু সেখানে paste হয়ে যাবে। এবং আপনার নির্ধারিত কালার সেখানে প্রদর্শিত করা হবে।

আজকের পোষ্ট এ পর্যন্তই। আপনারা যারা ব্লগের বিভিন্ন সমস্যা ফেস করেন এবং কমেন্ট করেন, অবশ্যই আপনাদের ব্লগ এড্রেস কমেন্টের পাশে উল্লেখ করবেন। এছাড়াও যারা আমার এই পোষ্টগুলো ফলো করে ব্লগ সাইট তৈরি করছেন। তারা কমেন্টের মাধ্যমে তাদের ব্লগ এড্রেসগুলো দিতে পারেন।

সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৫ আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৫ Reviewed by Shariful Islam on 9:57 AM Rating: 5
অনলাইনে বইয়ের সর্বাধিক সংগ্রহ নিয়ে রকমারি.কম ||ROKOMARI.COM||
Powered by Blogger.