আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৩

আস্-সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। দীর্ঘদিন পর আজকে আবারো ব্লগ-সিরিজ নিয়ে পোষ্ট করতে বসলাম। বিভিন্ন ঝামেলার কারনে পোষ্ট করা হয়না। আজকে সিদ্বান্ত নিয়েছি ব্লগ সিরিজ টা নিয়ে কিছুদিন লিখব। এবং আশা করছি শিঘ্রই এই সিরিজ টা শেষ করতে পারব।
সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্ট টি শুরু করতেছি। আজকে আমরা অন্য কোন ব্লগ সাইটের Export-কৃত blog কিভাবে নিজের সাইটে import করে সে বিষয়ে শিখব।

প্রথমে নিম্নের লিংক থেকে Export-কৃত blog টি ডাউনলোড করে নিন।
মূলত এটি একটি সম্পূর্ণ ব্লগসাইটের সকল পোষ্টের সমষ্টি। এটি যখন আপনার সাইটে আপলোড করা হবে। তখন এই ব্লগের সবগুলো পোষ্ট আপনার ব্লগসাইটে দেখতে পাবেন। আপনি যেহেতু আপনার ব্লগ সাইটে কোন পোষ্ট করেন নি সেহেতু এর দ্বারা আপাতত পোষ্টের প্রয়োজন পূরণ করা হল। আপনি চাইলে উক্ত ব্লগের যেকোন পোষ্ট পরবর্তীতে ডিলিট করতে পারবেন। যাইহোক আমরা এখন ডাউনলোড কৃত ফাইলটি আপলোড করব।

Export-কৃত blog টি আপলোড করতে আপনার ব্লগার ড্যাসবোর্ড থেকে Setting অপশনস্-এ গিয়ে Other সিলেক্ট করুন।
তারপর blog tools হতে import blog এ ক্লিক করুন। এরপর নিচের ছবিটির মত দেখতে পাবেন।

সেখান থেকে browse এ ক্লিক করে আপনার ডাউনলোড-কৃত Export blog ফাইলটির লোকেশন দেখিয়ে দিন। এবার নিচের ছবি এবং লিখাটি খালি বক্সে টাইপ করে import blog এ ক্লিক করুন। ব্যাস আপনার আপলোড সফল হবে।
এবার উপরের view blog এ ক্লিক করে আপনার ব্লগটি দেখে নিন।
আজকের পোষ্ট এ পর্যন্ত। আগামী পোষ্টের আমন্ত্রন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।
আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৩ আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। পর্ব-৩ Reviewed by Shariful Islam on 8:05 AM Rating: 5
অনলাইনে বইয়ের সর্বাধিক সংগ্রহ নিয়ে রকমারি.কম ||ROKOMARI.COM||
Powered by Blogger.