আপনার স্লো স্পীড এর প্রসেসর কে করে নিন ::হাই স্পীড::
আপনার স্লো স্পীড এর প্রসেসর কে করে নিন হাই স্পীড, মাত্র 1 মিনিটে!!
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অধিকাংশের কম্পিউটার এর প্রসেসর উচ্চ গতি সম্পন্ন তবে কিছু কিছু পিসি অনেক আগে কেনা হয়েছে, যার প্রসেসর খুব কম গতি সম্পন্ন কিন্তু বিভিন্ন কারণে সেটাকে বাদ দেয়া হচ্ছে না, বা বাদ দেয়া যাচ্ছে না। তাহলে এখন উপায় কি? অবশ্যই উপায় একটা আছে, যেটা করে আমার কিছুটা উপকার হয়েছে। জানি না আপনাদের কতটুকু উপকার হবে। তবে চেষ্টা করে দেখতে পারেন। তাহলে আসুন এখন দেখি কিভাবে করবেনঃ
প্রথমে আপনার রান এ যান এবং সেখানে টাইপ করুনঃ Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasksএবং এন্টার চাপুন। এখন যা করার দরকার আপনার পিসি নিজেই করে নিবে। আপনার কাজ হল শুধু একবার রিস্টার্ট করে নিবেন।
ধন্যবাদ সবাই কে।
আপনার স্লো স্পীড এর প্রসেসর কে করে নিন ::হাই স্পীড::
Reviewed by Shariful Islam
on
3:51 AM
Rating: